আ.লীগকে এক মুহূর্তের জন্যেও বিশ্বাস নয়, আন্দোলনকারীদের প্রতি কর্নেল অলি
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ‘নিষ্ঠুর, অমানবিক ও স্বৈরাচারী উল্লেখ করে লিবারেল ডেমোক্রেটি পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘এই নিষ্ঠুর ও অমানবিক, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে এক মুহূর্তের জন্যেও বিশ্বাস করবেন না। আপনাদের যৌক্তিক দাবি থেকে এক সুতা পরিমাণও সরা যাবে না।’
রবিবার এক বিবৃতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উদ্দেশে তিনি এসব বলেন।
আন্দোলনকারীদের উদ্দেশে অলি আহমদ বলেন, আপনারা বেইমান, মুনাফেক, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, আপনাদের হত্যাকারী এবং গণতন্ত্র হত্যাকারীদের কথায় বিভ্রান্ত হবেন না। তারা বিভিন্নজনকে, বিভিন্নভাবে আন্দোলন নস্যাৎ করার জন্য আপনাদের পেছনে লেলিয়ে দিয়েছে। মনে রাখবেন, বাংলাদেশের জন্য এটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ। আর আমাদের ছাত্র সমাজ, আমাদের ছেলে-মেয়েরা, আমাদের ভবিষ্যৎ। দেশের ভবিষ্যৎ প্রজন্মের উপর আঘাত, এই জাতি কখনো মেনে নিবে না। যে বা যারাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর আঘাত করবে, তাদেরকে অবশ্যই জনগণের সামনে জবাবদিহি করতে হবে।
এখন দফা এক, দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ উল্লেখ করে তিনি বলেন, সকল বাধা, বিপত্তি উপেক্ষা করে, সুশৃঙ্খলভাবে আন্দোলন চালিয়ে যাবেন। স্বৈরাচার সরকারের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি শিথিল করা যাবে না। নতুন জাতীয় বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
জাতীয় ঐক্য ধরে রাখুন। সাবধানতা ও সুকৌশল অবলম্বন করুন। মিথ্যাবাদী ও গুজব রটনাকারীদের কথায় বিভ্রান্ত হবেন না। অপরাধীদের পালানোর পথ বন্ধ করুন।
আন্দোলনকারীদের উদ্দেশে কর্নেল অলি আরও বলেন, আমাদের পূর্ণ সমর্থন, আপনাদের সাথে আছে। তবে স্ব শরীরে অংশগ্রহণ করে আপনাদের এই বিশাল আত্মত্যাগ ও অর্জনকে বিতর্কিত করতে চাই না। এই সফলতা আপনাদের ও সাধারণ মানুষের। আল্লাহ আপনাদের সাহায্য করুন, সহায় হোন। আপনাদের বিজয় হবেই-ইনশাআল্লাহ।
(ঢাকাটাইমস/০৪আগস্ট/কেএম)