চলমান অস্থিরতায় বাংলাদেশের পাশে বার্সার স্প্যানিশ তারকা গাভি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৪, ১০:১৩
অ- অ+

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অস্থির সময় পার করছে বাংলাদেশ। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় বিপুল হতাহত ও ক্ষয়ক্ষতির খবর গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। কোটা সংস্কার আন্দোলন এখন রুপ নিয়েছে সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে। রবিবার সন্ধ্যা থেকে আবারও দেশে চালু হয়েছে সান্ধ্য আইন। সাধারণ ছাত্রদের এই আন্দোলনে যোগ দিয়েছেন সাধারণ শ্রেণি-পেশার মানুষ।

দেশের ক্রীড়াঙ্গনের অনেকেই সমর্থন জানিয়েছেন সাধারণ ছাত্রদের প্রতি। বাংলাদেশের জন্য নিজেদের প্রার্থনা আর ভাবনার কথা জানিয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ। এবার দেশের এই পরিস্থিতিতে বার্তা এলো স্পেনের তারকা পাবলো গাভির কাছ থেকে।

বার্সেলোনায় খেলা এই স্প্যানিশ মিডফিল্ডা সন্ধ্যায় নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়েছেন। ক্ষুদ্র এই বার্তায় গাভি লিখেছেন, ‘বাংলাদেশে যা হয়েছে, তা শুনে আমি মর্মাহত। আমি আশা করি আপনারা যত দ্রুত সম্ভব এই অবস্থা থেকে বেরিয়ে আসবেন। আপনাদের প্রতি আমার সমবেদনা।’ ছোট এই ক্যাপশনের পর বাংলাদেশের পতাকা এবং দুটো ইমোজি ব্যবহার করেছেন গাভি।

১৯ বছর বয়েসী পাবল গাভি বর্তমানে বার্সেলোনার মূল একাদশের নিয়মিত খেলোয়াড়। ২০২২ সালে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পক্ষ থেকে ব্যালন ডি’ অরের মঞ্চে পেয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের ‘কোপা পুরস্কার।’ বর্তমানে পাবলো গাভি ব্যস্ত আছেন যুক্তরাষ্ট্রে প্রি-সিজন ট্যুরে। সেখান থেকেই বাংলাদেশের পাশে থাকার বার্তা দিলেন তিনি।

এর আগে বাংলাদেশের চলমান দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে লাল কাপড়ে চোখ ঢাকা প্রতীকি ছবি শেয়ার করেন। যার পেছনে বাংলাদেশের পতাকা। এমন ছবি সাম্প্রতিক সময়ে দেশীয়দের ফেসবুকে বহুল ব্যবহৃত ছবির একটি।

সেই পোস্টের ক্যাপশনে এনজো লেখেন, ‘বাংলাদেশের আমার সব ভক্তকে বলছি, আমি তোমাদের কথা শুনছি, তোমাদের জন্য প্রার্থনা করছি।’ এর আগে আরেকটি পোস্টে চেলসির এই তারকা মিডফিল্ডার লিখেছিলেন, ‘বাংলাদেশে থাকা যেসব মানুষ ভোগান্তির মধ্যে আছেন, তাদের জন্য আমার প্রার্থনা ও সহমর্মিতা রইল।’

(ঢাকাটাইমস/০৫ আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা