হাসিনাকে নিয়ে যাওয়া সেই বাংলাদেশি বিমান দিল্লি থেকে উড়ল 

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১১:৫৯ | প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৪, ১১:৪৬

বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে যে বিমানে ভারতে পৌঁছেছিলেন, মঙ্গলবার সকালে তা পরবর্তী গন্তব্যের উদ্দেশে উড়ে গেছে। কিন্তু বিমানটি কোথায় গেছে, তার মধ্যে হাসিনা ছিলেন কি না, তা এখনো স্পষ্ট নয়। পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো।

মঙ্গলাবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এই তথ্য জানিয়েছে।

এএনআই বলছে, মঙ্গলাবার সকাল ৯টার দিকে বিমানটি গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাটি থেকে রওনা দিয়েছে।

এরআগে সোমবার বাংলাদেশ ছেড়ে ভারতে যান হাসিনা এবং তার বোন রেহানা। তাদের বহনকারী বিমানটি গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাটিতে অবতরণ করে। সূত্রের খবর, সেখানেই রাতে ছিলেন হাসিনা।

অসমর্থিত সূত্রের খবর, বাংলাদেশ ছেড়ে লন্ডনে যেতে চেয়েছেন হাসিনা। কিন্তু সেখান থেকে এখনও সবুজ সংকেত মেলেনি।

সূত্রের আরও দাবি, যুক্তরাজ্য ‘না’ করে দিলে কোথায় যাবেন, তাও ভেবে দেখছেন হাসিনা। লন্ডনে না গেলেও ইউরোপেই থাকতে চান তিনি। অন্য কোন দেশে আশ্রয় নেওয়া যেতে পারে, আপাতত ভারতে থেকেই তা বিবেচনা করে দেখছেন তিনি।

উল্লেখ্য, হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে থাকেন। তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল থাকেন দিল্লিতে। তবে হাসিনার ছোটবোন রেহানার ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ এমপি। ফলে রেহানার যুক্তরাজ্যে যেতে সমস্যা হওয়ার কথা নয়। মনে করা হচ্ছে, তিনি আগেই ব্রিটেনে চলে যাবেন। তবে হাসিনা কী করবেন, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: আনন্দবাজার

(ঢাকাটাইমস/০৬আগস্ট/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ

বন্যায় ক্ষয়ক্ষতি ১৪ হাজার ২৬৯ কোটি

কারাগার থেকে পালিয়ে যাওয়া ৯০০ বন্দি এখনো পলাতক: আইজি প্রিজন্স

ভারতে শেখ হাসিনার অবস্থান কোন স্ট্যাটাসে, এখনো জানতে চায়নি সরকার

আয়নাঘর পরিদর্শন করবে তদন্ত কমিশন

চলতি বছর বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা দাঁড়াবে ৩ বিলিয়ন ডলারে: আবদুলায়ে সেক

নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশকে ১০০ কোটি ইউরো দেবে জার্মানি: পরিবেশ উপদেষ্টা

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে কাজ করছি: ক্রীড়া ও শ্রম উপদেষ্টা

সফল অভিযানের স্বার্থে মাদকদ্রব্য অধিদপ্তরকে অস্ত্র দেওয়া প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :