দিল্লিতেই রয়েছেন হাসিনা: জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৪:৪৩ | প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৪, ১৩:৪৬

শেখ হাসিনা ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। খবর এনডিটিভির।

মঙ্গলবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সব দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন জয়শঙ্কর। সেখানেই হাসিনার অবস্থান নিশ্চিত করেন তিনি।

জয়শঙ্কর বলেন, ‘বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা, কেন্দ্রীয় সরকার তাকে আপাতত কিছু দিন সময় দিয়েছে, তার পরবর্তী সিদ্ধান্ত জানানোর জন্য।’

মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য নিরাপত্তা, অর্থনৈতিক এবং কূটনৈতিক প্রতিক্রিয়া মোকাবেলায় ভারত সরকারের গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে সমস্ত দলের নেতাদের অবহিত করেছেন জয়শঙ্কর।

সূত্র জানায়, জয়শঙ্কর বলেছেন- সরকার শেখ হাসিনাকে তার ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে জানাতে আরও সময় দিতে চান, যিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন।

তিনি আরও বলেছিলেন, ‘ভারত সরকার বাংলাদেশের ক্রমবর্ধমান পরিস্থিতির ওপর নজর রাখছে। একই সঙ্গে বাংলাদেশি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, যাতে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।’

এস জয়শঙ্কর ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীসহ দেশটির বিভিন্ন দলের নেতারা।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

কারাগারে ডিভিশনে পেয়েছেন সাবেক ৯ এমপি-মন্ত্রী: কারা মহাপরিদর্শক

মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ

বন্যায় ক্ষয়ক্ষতি ১৪ হাজার ২৬৯ কোটি

কারাগার থেকে পালিয়ে যাওয়া ৯০০ বন্দি এখনো পলাতক: আইজি প্রিজন্স

ভারতে শেখ হাসিনার অবস্থান কোন স্ট্যাটাসে, এখনো জানতে চায়নি সরকার

আয়নাঘর পরিদর্শন করবে তদন্ত কমিশন

চলতি বছর বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা দাঁড়াবে ৩ বিলিয়ন ডলারে: আবদুলায়ে সেক

নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশকে ১০০ কোটি ইউরো দেবে জার্মানি: পরিবেশ উপদেষ্টা

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে কাজ করছি: ক্রীড়া ও শ্রম উপদেষ্টা

সফল অভিযানের স্বার্থে মাদকদ্রব্য অধিদপ্তরকে অস্ত্র দেওয়া প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা

এই বিভাগের সব খবর

শিরোনাম :