দিল্লিতেই রয়েছেন হাসিনা: জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৪, ১৩:৪৬| আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৪:৪৩
অ- অ+

শেখ হাসিনা ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। খবর এনডিটিভির।

মঙ্গলবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সব দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন জয়শঙ্কর। সেখানেই হাসিনার অবস্থান নিশ্চিত করেন তিনি।

জয়শঙ্কর বলেন, ‘বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা, কেন্দ্রীয় সরকার তাকে আপাতত কিছু দিন সময় দিয়েছে, তার পরবর্তী সিদ্ধান্ত জানানোর জন্য।’

মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য নিরাপত্তা, অর্থনৈতিক এবং কূটনৈতিক প্রতিক্রিয়া মোকাবেলায় ভারত সরকারের গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে সমস্ত দলের নেতাদের অবহিত করেছেন জয়শঙ্কর।

সূত্র জানায়, জয়শঙ্কর বলেছেন- সরকার শেখ হাসিনাকে তার ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে জানাতে আরও সময় দিতে চান, যিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন।

তিনি আরও বলেছিলেন, ‘ভারত সরকার বাংলাদেশের ক্রমবর্ধমান পরিস্থিতির ওপর নজর রাখছে। একই সঙ্গে বাংলাদেশি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, যাতে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।’

এস জয়শঙ্কর ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীসহ দেশটির বিভিন্ন দলের নেতারা।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা