হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র, বৃটেনের আশ্রয় নিয়েও আইনের খড়গ

বিশেষ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৪, ১৮:১০
অ- অ+

ছাত্র বিক্ষোভ দমাতে গিয়ে নির্বিচারে হত্যা-দমন-পীড়নের পর দেশ ছেড়ে ভারতে অবস্থান নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

শেখ হাসিনার ভিসা বাতিলের তথ্য নিশ্চিত করেছে দেশটির স্টেট ডিপার্টমেন্টের একটি ঘনিষ্ঠ সূত্র। এছাড়া বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান এক টুইটে (বর্তমানে এক্স) একথা জানিয়েছেন।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতের উদ্দেশে গোপনে দেশ ছাড়েন। তিনি বর্তমানে ভারতের নয়াদিল্লিতে আছেন। সেখান থেকে তিনি লন্ডনে যেতে পারেন বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

জানা গেছে, ভারতে বসেই শেখ হাসিনা তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় থাকেন। ভিসা বাতিল হওয়ায় দেশটিতে যেতে পারছেন না সাবেক প্রধানমন্ত্রী।

অন্যদিকে শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে যে পদ্ধতিতে আশ্রয় চেয়েছেন, দেশটির অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয় বলে জানা গেছে। আইন অনুযায়ী ওই পদ্ধতিতে অন্য দেশের নাগরিককে আশ্রয় দিতে পারে না দেশটি।

কারণ, নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন রয়েছে এমন ব্যক্তির ক্ষেত্রে দেশছাড়ার পর তিনি প্রথম যে নিকটবর্তী নিরাপদ দেশে পা রাখছেন, সেখানেই আশ্রয় চাইতে হবে। সেটাই তার নিরাপত্তা পাওয়ার দ্রুততম রাস্তা। এক্ষেত্রে শেখ হাসিনা যেহেতু ভারতে গেছেন সেক্ষেত্রে দেশটির নাম উঠে আসছে। তবে ভিসা থাকলে শেখ হাসিনাকে ভ্রমণের অনুমতি দিতে পারে যুক্তরাজ্যে।

এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর সোমবার বিকাল থেকে দেশের বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা ও মন্ত্রী-এমপিসহ আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দেশটি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বানও জানিয়েছে।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা