হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার বার্তা নিয়ে সিদ্ধেশ্বরী কালীমন্দির পরিদর্শনে মুন্না-নয়ন
আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত নৈরাজ্যকর পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার বার্তা দিতে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
বুধবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মুন্না-নয়নের নেতৃত্বে যুবদলের নেতারা মন্দিরটি পরিদর্শন করেন।
এই সময় মন্দিরের পুরোহিতসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী লোকজন উপস্থিত ছিলেন। যুবদলের শীর্ষ নেতৃদ্বয় সার্বিক খোঁজখবর নেওয়াসহ তাদের সাথে-পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং কুচক্রী মহলের যে কোনো সহিংসতা ও অপ্রীতিকর ঘটনাকে একসাথে মোকাবিলা করার অঙ্গীকার করেন।
তারা বলেন, বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। তারা সনাতন ধর্মাবলম্বীদের ভাই হিসেবে দেখে। বিএনপি অতীতেও তাদের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনাসহ সার্বক্ষণিক মন্দিরের আশপাশে থাকার পরামর্শ দেন মোনায়েম মুন্না ও নুরুল ইসলাম নয়ন।
দেশের বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতিতে ইতোমধ্যে সনাতন ধর্মাবলম্বীদের রক্ষায় বিএনপির নেতাকর্মীসহ দেশবাসীকে ঢাল হিসেবে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
(ঢাকাটাইমস/০৮আগস্ট/জেবি/এফএ)