হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার বার্তা নিয়ে সিদ্ধেশ্বরী কালীমন্দির পরিদর্শনে মুন্না-নয়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৪, ১৪:৩৪
অ- অ+

আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত নৈরাজ্যকর পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার বার্তা দিতে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

বুধবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মুন্না-নয়নের নেতৃত্বে যুবদলের নেতারা মন্দিরটি পরিদর্শন করেন।

এই সময় মন্দিরের পুরোহিতসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী লোকজন উপস্থিত ছিলেন। যুবদলের শীর্ষ নেতৃদ্বয় সার্বিক খোঁজখবর নেওয়াসহ তাদের সাথে-পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং কুচক্রী মহলের যে কোনো সহিংসতা ও অপ্রীতিকর ঘটনাকে একসাথে মোকাবিলা করার অঙ্গীকার করেন।

তারা বলেন, বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। তারা সনাতন ধর্মাবলম্বীদের ভাই হিসেবে দেখে। বিএনপি অতীতেও তাদের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনাসহ সার্বক্ষণিক মন্দিরের আশপাশে থাকার পরামর্শ দেন মোনায়েম মুন্না ও নুরুল ইসলাম নয়ন।

দেশের বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতিতে ইতোমধ্যে সনাতন ধর্মাবলম্বীদের রক্ষায় বিএনপির নেতাকর্মীসহ দেশবাসীকে ঢাল হিসেবে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

(ঢাকাটাইমস/০৮আগস্ট/জেবি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা