অন্তর্বর্তী সরকারকে নিয়ে সিনেমা বানাচ্ছেন ফারুকী

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৪, ১২:৩২
অ- অ+

আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর ইতোমধ্যে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার রাতে এই সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সকল সদস্য শপথও নিয়েছেন।

তারই মাঝে খবর, অন্তর্বর্তী সরকারকে নিয়ে সিনেমা বানাচ্ছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ খবর জানিয়েছেন তিনি নিজেই।

ফারুকী লিখেছেন, ‌‘আজকে নতুন সরকার দায়িত্ব নিবে। এক সময় ভাবছিলাম এই ফ্যাসিজমের থেকে বোধ হয় আমাদের জীবদ্দশায় আর মুক্তি নাই। বাংলার সর্বস্তরের তরুণেরা আমাদের সেই কাঙ্ক্ষিত মুক্তির খোঁজ দিয়েছে। এদের সবাইকে স্যালুট এবং প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে আমার অনলাইন অ্যাকটিভিজমের আপাতত বিরতি।’

তিনি লেখেন, ‘এখন সময় আমার নিজের কাজে ফিরে যাওয়ার।’

ফারুকী আরও লেখেন, ‘এর আগের অন্তর্বর্তী সরকারের সময় আমি বানাই 420। প্রকৃতির কী বিচিত্র খেয়াল আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে, যেটার শ্যুট করছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম এটা মুক্তি পাওয়ার পরে তোমরা ভাইবো না আমি আগেই জানতাম এই সময়ে অন্তর্বর্তী সরকার আসবে। নাইলে এইটা কোন সাহসে বানাইলাম?’

নির্মাতা লেখেন, ‘সো, গাইজ গেট রেডি ফর আ ওয়াইল্ড রাইড সুন। ডিটেলস কামিং শর্টলি। আপাতত এইটুকু বলা যাক, এটা আমার প্রিয় জঁরা- পলিটিক্যাল স্যাটায়ার। আর কে না জানে, স্যাটায়ার হচ্ছে সেই চাবুক যেটা ক্ষমতাবানদের আতঙ্কিত করে।’

তবে নতুন সিনেমার নাম কী হবে বা কবে নাগাদ সেটি মুক্তি পাবে, সে ব্যাপারে কিছু জানাননি এই নির্মাতা। খুব শিগগির এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার স্বামী মোস্তফা সরয়ার ফারুকী।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু
কিউইদের বিপক্ষে ‘এ’ দলের সহজ জয়
বঙ্গবন্ধু পরিষদের নেতার কাছে চাঁদা দাবি: কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার
হারিয়ে যাওয়া ২১টি মোবাইল প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো গেন্ডারিয়া থানা পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা