গাইবান্ধায় সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০২৪, ১৮:৪৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পর দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে সনাতনী ছাত্র-জনতা। এ সময় বিক্ষোভকারীরা ৮ দফা দাবি তুলে ধরেন।

রবিবার দুপুরে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে সাধারণ সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও গানাসাস চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে ৮ দফা দাবিতে সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থী পূজা মহন্ত, সুব্রত দাস, মানিক বর্মণ, সৌমিক বকশি ও শুভ্র দেব বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সাম্প্রতিক সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে জড়িতদের শাস্তি বিধানে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সুরক্ষা কমিশন গঠন করতে হবে।

তারা বলেন, সরকারের সকল পর্যায়ে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব রেখে নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব পালনের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পরে আগামীকাল সোমবার সনাতনী ছাত্র জনতার ব্যানারে পৌর শহিদ মিনারে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলের ঘোষণা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১আগস্ট/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :