প্রস্তুত মেট্রোরেল, পরীক্ষামূলক চালু সোমবার
দেশে সাম্প্রতিক সহিংসতাকে কেন্দ্র করে বন্ধ হওয়া রাজধানীর প্রথম দ্রুতগামী যান পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে সোমবার। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, সোমবার পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালু করা হবে। এতে যদি বড় কোনো সমস্যা না হয় তাহলে খুব দ্রুত মেট্রোরেল চালু হবে। আর যদি বড় ধরনের সমস্যা হয় তাহলে কী হবে তা পরবর্তীতে সে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৮ জুলাই মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পুলিশবক্সে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ওই দিন বিকাল ৫টায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়। ওইদিন বিকালে অনির্দিষ্টকালের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করে ডিএমটিসিএল।
(ঢাকাটাইমস/১১আগস্ট/এএইচ/কেএম)