সারাদেশে ৬২৮ থানার কার্যক্রম শুরু, বাকি রইল ১১টি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ক্ষত কাটিয়ে সারাদেশের ৬৩৯টি থানার মধ্যে ৬২৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। তবে সহিংসতায় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও ১১ থানায় কার্যক্রম চালু হয়নি।
সোমবার বিকাল পুলিশ হেডকোয়ার্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার মধ্যে ১০৮টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২০টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ১১টি থানা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং প্রয়োজনীয় লজিস্টিকস্, আসবাবপত্রসহ অন্যান্য সকল সরঞ্জামাদি ধ্বংসপ্রাপ্ত হওয়ায় এসব থানার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী ২-৩ দিনের মধ্যে এই ১১টি থানার কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
(ঢাকাটাইমস/১২আগস্ট/এলএম/ইএস)