সাবেক এমপি তুহিনের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে গণমিছিল

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও প্রহসনের রায় বাতিলের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫শে আগস্ট) বিকালে ডোমার উপজেলাবাসীর ব্যানারে গণমিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড় রুবেল চত্বরে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য মো. রায়হানুল হক প্রধান ইউসুফ।
ডোমার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. মামুনুর রশীদ বসুনিয়া সজিব, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মজিদুল ইসলাম, ডোমার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাসেল আহমেদ শাওন ও সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. সামিউল আরেফীন হৃদয় প্রমুখসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন স্থানের বন্যাদুর্গত মানুষের মাঝে সহায়তা প্রদানের লক্ষ্যে নগদ অর্থ সংগ্রহ কার্যক্রম পালন করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৫আগস্ট/পিএস)

মন্তব্য করুন