কোম্পানীগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু, দলীয় নেতাদের শোক

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৪, ২৩:৪৩| আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ২৩:৪৬
অ- অ+

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত বিএনপি নেতা আব্দুল মতিন তোতা (৬৫) মারা গেছেন। তার মৃত্যুতে উপজেলা বিএনপির সদস্য মো. ফখরুল ইসলাম শোক জানিয়েছেন। একই সঙ্গে বর্বরোচিত হামলার প্রতিবাদসহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।

শুক্রবার (৩০ আগস্ট) বিকাল ৩টায় ঢাকার ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মতিন তোতা মৃত্যুবরণ করেন।

এর আগে মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে উপজেলার ৮নং চরএলাহী বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হন তিনি।

অবস্থায় তাকে প্রথমে নোয়াখালী সদর হাসপাতালে এবং সেখান থেকে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত আবদুল মতিন তোতা কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়কের দায়িত্বে ছিলেন। এ ছাড়া তিনি নোয়াখালী জেলা বিএনপির তাঁতী, মৎস্যজীবী ও উপজাতি বিষয়ক সম্পাদক এবং চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

তবে নিহত বিএনপি নেতা আবদুল মতিন তোতার ছেলে মো. বাহাদুর ফেসবুকে লাইভে এসে বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম উল্লেখ করে বলেন, তাদের সহযোগিতায় পরিকল্পিতভাবে তার বাবাকে হত্যা করা হয়েছে। এখন তার বাবার মৃত্যুর সংবাদ পেয়ে সবাই এলাকা থেকে পালিয়ে যাচ্ছে। তাদেরকে আটক করে প্রশাসনের হাতে সোপর্দ করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন তিনি। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, বিএনপি নেতা আবদুল মতিন তোতার মৃত্যুর সংবাদ পেয়েছি। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি নেতা মো. ফখরুল ইসলামের শোক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এবং চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও মেট্রো ডেভেলপার লিমিটেডের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম।

একইসঙ্গে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

ফখরুল ইসলাম চরএলাহীবাসীর প্রতি অনুরোধ জানিয়ে লিখেন, ‘তোতা চেয়ারম্যানের হত্যাকারীদের গ্রেপ্তারে প্রশাসনকে সহযোগিতা করুন। এছাড়া বিএনপি নেতাকর্মীদের প্রতি অনুরোধ, আপনারা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করুন। নিশ্চয়ই আল্লাহ আপনাদের সহায় হবেন।’ এদিকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার ও সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনও আব্দুল মতিন তোতার মৃত্যুতে শোক জানিয়েছেন।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা