সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫৩

রাজধানীর বঙ্গবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়া ও জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক নাহিদ হাসানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীদের এই প্লাটফর্ম। চাঁদাবাজির প্রতিবাদ করাতেই এ হামলা করা হয়েছে উল্লেখ করে সমন্বয়করা অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের সময় আমরা দেখেছি, যারা কথা বলতো, যারা অন্যায়ের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিতো— তাদেরকে নির্যাতন, মামলা, গুম, এমনকি খুন করা হতো। বিভিন্ন সময় গণমাধ্যমের ওপর হামলা করা হয়েছে তাদের মুখ বন্ধ রাখার জন্য। আজকেও সেই ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন নামে সাংবাদিকদের ওপর হামলা করছে।’

আরেক সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়ার ওপর হামলা করেছে চাঁদাবাজরা। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেট সব জায়গার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ছাত্রসমাজ এটাকাকে উপড়ে ফেলে দেবে।’

প্রসঙ্গত, এদিন বিকেলে বঙ্গবাজারে ‘বঙ্গ ইসলামিয়া’ মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়া, জাগো নিউজের স্টাফ রিপোর্টার নাহিদ সাব্বিরসহ আরও কয়েকজন হামলার শিকার হন।

এ ঘটনায় অভিযুক্তরা হচ্ছেন, শাহবাগ থানার ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলীর স্বামী আবুল হোসেন টেবু, বিএনপির স্থানীয় পদপ্রত্যাশী নেতা রফিকুল ইসলাম স্বপন এবং ২০ নম্বর ওয়ার্ডের বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ ইউসুফ।

(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/এসকে/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :