বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসি, আসতে পারে পদত্যাগের ঘোষণা
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ নির্বাচন কমিশনাররা। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে বৃহস্পতিবার দুপুর ১২টায় এই সংবাদ সম্মেলন হবে। সংবাদ সম্মেলন থেকে আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনারদের পদত্যাগের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে ইসির একাধিক সূত্র।
বুধবার ইসি সচিবালয়ে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনের কথা জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল নিজেই। এসময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, ‘পদত্যাগ কবে করবেন?’ জবাবে তিনি বলেন, ‘কাল বৃহস্পতিবার বিস্তারিত জানাব। যা বলার কাল ১২টার সময় সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে। কাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব।’
এদিকে নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে বুধবার ইসির সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ‘নাগরিক সমাজ’ নামে একটি সংগঠন। বিক্ষোভে নির্বাচন কমিশনের পদত্যাগের পাশাপাশি সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম নুরুল হুদা ও রকিব উদ্দিন আহমেদের বিচার চাওয়া হয়।
(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/এলএম/ইএস)