ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৪ | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১১

দেশে ২৪ ঘণ্টায় আরও তিন ডেঙ্গু রোগী মারা গেছেন। এই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫৮ জন।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, চলতি বছর এ পর্যন্ত ১৪ হাজার ৬৮৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৯১ জন মারা গেছেন।

গত বছরে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক লাখ ৩৫ হাজার ৯১৬ জন ও মৃত্যু হয়েছিল ৬৫৭ জনের।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ১৬৫ জন ও ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪২ জন রয়েছেন। ৎ

এ ছাড়া চট্টগ্রামে ৬৯ জন, বরিশালে ২৬ জন, খুলনায় ৩৫ জন, ময়মনসিংহে সাতজন ও রাজশাহী বিভাগে চারজন ভর্তি হয়েছেন।

এ নিয়ে দেশের হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে এক হাজার ৩৭৯। এর মধ্যে ঢাকায় ৭৪৯ জন।

(ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :