১৩ সেকেন্ডে দ্রুততম গোলের পরও ইতালির কাছে বিধ্বস্ত ফ্রান্স

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৯
অ- অ+

উয়েফা নেশন্স লিগে মুখোমুখি হয়েছিল ফুটবল দুনিয়ার সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও ইতালি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও এবারের ইউরোয় বাজে নৈপুণ্যে হতাশ করেছে ইতালি। সেই দলটাই নেশন্স লিগে উপহার দিয়েছে চমক! ১৩ সেকেন্ডের মধ্যে প্রথম গোল হজম করেও তারা ৩-১ গোলে ফ্রান্সকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে।

ম্যাচের বয়স সবে ১৩ সেকেন্ড। ম্যাচ শুরু হতে না হতেই গোল খেয়ে বসে ইতালি। প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ফরাসি সমর্থকরা তখন বাঁধনহারা উদযাপনে মত্ত। ইতালির ডিফেন্ডার লরেনসোর ভুলের সুযোগে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠে আজ্জুরি সমর্থকদের স্তব্ধ করে দেন বাহলি বারকোলা। যা ফ্রান্সের গত ৯০ বছরের ইতিহাসে দ্রুততম গোল।

কিন্তু শুরুর এ ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ফ্রান্স। দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় লুসিয়ানো স্পালেত্তির দল। পার্ক দে প্রিন্সেসে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ম্যাচটা শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে ইতালি। ইতালির হয়ে গোল তিনটি করেছেন ফেদেরিকো দিমারকো, দাভিদে ফ্রাত্তেসি ও জিয়াকোমো রাসপাদোরি।

উয়েফা নেশনস লিগের ‘এ’ স্তরের গ্রুপ-২ এর প্রথম ম্যাচ জয়ে রাঙালো ইতালি। অবশ্য আজ্জুরিদের এ জয়ের মাহাত্ম্যও কম নয়। ২০০৮ সালের পর এই প্রথম ফ্রান্সকে হারানোর স্বাদ পেল ইতালি। মাঝের এ সময়টাতে তিনবারের দেখায় প্রতিবারই শেষ হাসি হেসেছিল ফরাসিরা।

সেখানেই শেষ নয়, ফ্রান্সের ঘরের মাটিতে ফ্রান্সকে শেষবার হারিয়েছিল সেই ১৯৫৪ সালে। দীর্ঘ ৭০ বছর পর ভুলে যাওয়া সেই জয়ের স্বাদ পেল আজ্জুরিরা। একইসঙ্গে ২০২২ বিশ্বকাপের ফাইনালের পর এবারই প্রথম এক ম্যাচে তিন গোল হজম করল ফরাসিরা

এত আক্ষেপের ভিড়ে ফ্রান্সের একমাত্র পাওয়া বারকোলার দ্রুততম গোল। ম্যাচের শুরুতে লরেনসোর উদ্দেশ্যে ব্যাকপাস দিয়েছিলেন আন্দ্রেয়া ক্যামবিয়েসো। কিন্তু আয়েসিভঙ্গিতে থাকা লরেনসোকে সুযোগ না অনেকটা ক্ষিপ্রভাবে বল দখলে নিয়ে এগিয়ে যান বারকোলা। বাঁ প্রান্ত দিয়ে ঢুকে দারুণ শটে ইতালি গোলকিপার জিয়ানলুইসি দোন্নারুম্মাকে পরাস্ত করেন।

ফ্রান্স ফুটবল জানাচ্ছে, এটাই দেশটির গত ৯০ বছরের ইতিহাসে দ্রুততম গোল। তবে অপটা জেইন জানাচ্ছে, ১৯৯৩ সালের আগেও প্রথম মিনিটে ৩টি গোল পেয়েছিল ফ্রান্স। কিন্তু সেসব গোলের প্রকৃত তথ্য নেই বলে বারকোলার গোলটিকে অফিসিয়ালি দ্রুততম গোলের স্বীকৃতি দিতে নারাজ তারা। তবে আন-অফিসিয়ালি বারকোলার গোলটাকে ফ্রান্স ইতিহাসে দ্রুততম গোল বলে মেনে নিয়েছে অপটা।

শুরুতে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরতে ইতালির সময় লেগেছে ৩০ মিনিট। সেটাও দিমারকোর দৃষ্টিনন্দন এক গোলে। সান্দ্রো টোনালির সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের দারুণ এক ভলিতে স্কোরলাইন ১-১ করেন দিমারকো। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

৫১তম মিনিটে ইতালিকে এগিয়ে দেন ফ্রাত্তেসি। নির্ধারিত সময়ের ১৬ মিনিট আগে স্কোরলাইন ৩-১ করেন রাসপাদোরি।

ইউরো টুর্নামেন্ট দুই দলের জন্যই হতাশায় কেটেছে। তাই প্রায়শ্চিত্তের খোঁজে ছিল তারা। যেখানে ইতালি ঘুড়ে দাঁড়িয়ে দলে স্বস্তি ফিরিয়েছে। ফ্রান্সের হয়ে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেও কোনও প্রভাব রাখতে পারেননি।

এই জয়ে ‘এ’ লিগের গ্রুপ-২-এ বেলজিয়ামের সঙ্গে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালি। বেলজিয়ামও উদ্বোধনী ম্যাচে ইসরায়েলকে ৩-১ গোলে হারিয়েছে। সোমবার ইতালির প্রতিপক্ষ ইসরায়েল।

(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসপাতালের গার্ডকে চড় মেরে স্বাস্থ্য মন্ত্রণালয় হারান মুরাদ হাসান! কোথায় এখন!
ভারতের ইন্ধনে সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত এনবিআর- রাশেদ প্রধান
নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রকারীদের বিচার হবে : আমিনুল হক 
গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা