ভারত সিরিজে দেখা যেতে পারে ‘ধারাভাষ্যকার’ তামিমকে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৩

জাতীয় দলের একসময় তারকা ক্রিকেটার ছিলেন, অধিনায়কত্বও করেছেন তামিম ইকবাল। ব্যাট হাতে বাংলাদেশকে বহু ম্যাচ জিতিয়েছেন তিনি। তবে অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন দেশসেরা এই ওপেনার। কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন দেশসেরা এই ওপেনার, সেই বিষয়টিও অনিশ্চিত। ভক্তদের জন্য সুখবর, ভারত সিরিজে দেখা যেতে পারে ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারকে।

তবে সেটা ক্রিকেটার হিসেবে নয়। জানা গেছে, তামিম ভারতের বিমান ধরতে পারেন ধারাভাষ্যকার হিসেবে। এখনও বিষয়টি চূড়ান্ত না হলেও সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের সঙ্গে আলোচনা চলছে। অবশ্য এই প্রথম নয় এর আগেও আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গেছে তামিমকে।

নানা সময়ে ধারাভাষ্য নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়েছেন তামিম। অবসর পরবর্তী সময়ে ফুল-টাইম ধারাভাষ্যকার হিসেবেও দেখা যেতে পারে এই ক্রিকেটারকে।

এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম। তবে তখন তিনি ছিলেন অতিথি ধারাভাষ্যকার। এবার তামিমকে দেখা যেতে পারে মূল ভূমিকায়। তার পাশাপাশি জনপ্রিয় ধারাভাষ্যকার আতাহার আলী খানকেও দেখা যাওয়ার কথা রয়েছে এই সিরিজে।

জাতীয় দলের জার্সিতে গতবছরের সেপ্টেম্বরে সর্বশেষ খেলেছিলেন তামিম। এরপর আর তাকে আন্তর্জাতিক অঙ্গনে দেখা যায়নি। নিজেকে সরিয়ে নেন কেন্দ্রীয় চুক্তি থেকেও। এমতবস্থায় তাকে মাঠে ফেরাতে উদ্যোগ নিয়েছে বিসিবি। যদিও চলতি বছর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না বলে জানিয়েছেন তামিম। তামিমের সঙ্গে ধারণা করা হচ্ছে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই ফের মাঠে ফিরতে পারেন এই বাঁহাতি ব্যাটার। তামিমের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় বিসিবি।

(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ক্রিকেটারদের ধরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

স্বাধীনভাবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন শামসি

রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামার আগেই দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে

৩ ভাইকে সঙ্গে নিয়ে বিয়ের পিঁড়িতে রশিদ খান

দেশের মাটিতেই শেষ টেস্ট খেলবেন সাকিব, চাওয়া আসিফের

এক দশক পর বিশ্বকাপে বাংলাদেশের জয়, যা বললেন অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে জয় পেল বাংলাদেশের মেয়েরা

ইউআইটিএস ইন্টার-ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, শিরোপা ইংলিশ ফ্যালকনের

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে মিরাজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :