যৌথ অভিযানে চার দিনে ৫৩ অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৫
যৌথ বাহিনীর অভিযানে চার দিনে বিভিন্ন ধরনের ৫৩টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে। মঙ্গলবার রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত এসব অস্ত্র উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রিভলবার রয়েছে দুটি, পিস্তল ১৮টি, রাইফেল দুটি, শটগান ১১টি, পাইপগান একটি, শুটারগান ছয়টি, এলজি তিনটি, বন্দুক তিনটি, একে-৪৭ একটি, গ্যাসগান একটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান একটি এবং এসবিবিএল উদ্ধার হয়েছে তিনটি।
উদ্ধার তালিকার মধ্যে বিভিন্ন থানা থেকে লুট করা অস্ত্র যেমন রয়েছে, তেমনি রয়েছে লাইসেন্স স্থগিত করা বৈধ অস্ত্রও। ৩ সেপ্টেম্বর অস্ত্র জমা দেওয়ার সময়সীমা শেষে সশস্ত্র বাহিনী (সেনা, নৌ ও বিমানবাহিনী) পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসারের সমন্বয়ে যৌথ আভিযানিক দল গঠন করে অস্ত্র উদ্ধার অভিযান শুরু করা হয়।
(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/এলএম/কেএম)