বাংলাদেশে সরকার উৎখাতে মার্কিন-চীন প্রভাবের অভিযোগ নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৬
অ- অ+

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। বর্তমানে দেশ পরিচালণার দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক এই পটপরিবর্তনের ঘটনায় মার্কিন ও চীনের প্রভাবের কথা সামনে এসেছে।

স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এ অভিযোগ নিয়ে মন্তব্য করেছেন।

বেদান্ত প্যাটেল বলেন, “বাংলাদেশে সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র জড়িত ছিল না।”

এসময় তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে আগ্রহের সঙ্গে প্রস্তুত।”

বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনে যুক্তরাষ্ট্রের যুক্ত হওয়ার পরিকল্পনা এবং দেশের বিক্ষোভে চীনা প্রভাবের পরিস্থিতি মুল্যায়নের প্রসঙ্গে বেদান্ত প্যাটেল বলেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে বিধায় যুক্তরাষ্ট্র এই সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং প্রস্তুত।”

কিছু ভারতীয় সংবাদমাধ্যমের বাংলাদেশের বিক্ষোভে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার প্রতিবেদন সম্পর্কে প্যাটেল বলেন, “আমি সেই রিপোর্টগুলো দেখিনি। তবে আমি বলতে পারি, সেগুলো সত্য নয়। আর সে কারণেই হয়তো সেসব রিপোর্ট দেখা হয়নি আমার।”

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/টিটি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা