উন্মোচিত হলো আইফোন ১৬, যুক্ত হয়েছে দৃষ্টিনন্দিত ফিচার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০| আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৪
অ- অ+

নতুন প্রযুক্তিকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার । যারা প্রযুক্তিকে ভালোবাসে অর্থাৎ প্রযুক্তিপ্রেমীদের জন্য নতুন সিরিজের ফোন উন্মোচন করেছে অ্যাপল কোম্পানি ১৬ সিরিজের নতুন ফোনটির মোট চারটি মডেল এনেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল মডেলগুলো হলো- আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স

সোমবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারতিনোর অ্যাপল পার্কেইটস গ্লো টাইমঅনুষ্ঠানে ফোনগুলো উন্মোচন করা হয় প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে অ্যাপল তার ওয়াচ, এয়ারপড, সফটওয়্যারের আপডেটসহ নতুন নতুন পণ্য তুলে ধরেছে

অ্যাপল জানিয়েছে, আইফোন ১৬ ১৬ প্লাসে বায়োনিক এ১৮ চিপ এবং ১৬ প্রো ১৬ প্রো ম্যাক্সে বায়োনিক ১৮ প্রো চিপ থাকবে এই সিরিজের অন্যতম নতুন সংযোজন হলো অ্যাপেল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা

এছাড়া ১৬ প্রো ১৬ প্রো ম্যাক্স সিরিজে অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে বড় পর্দার আইফোন আনছে এই সিরিজের প্রো ডিসপ্লে আকার হবে . ইঞ্চি, আর প্রো ম্যাক্স . ইঞ্চি ১৬ প্রো ম্যাক্সে ব্যাটারির ক্ষমতাও বাড়ানো হয়েছে

ক্যামেরা ফিচারেও আছে নতুন চমক এই সিরিজের চারটি মডেলেই থাকছেক্যাপচারবাটন, এর সাহায্যে ফোনের লক না খুলেই খুব সহজে ফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে

আইফোন ১৬ ১৬ প্লাস পাওয়া যাবে মোট পাঁচটি কালারে। সেগুলো হলো- কালো, গোলাপী, টিল, আল্ট্রামেরিন এবং সাদা এই মডেলটির প্রি অর্ডার নেওয়া শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে আর ভারতে অ্যাপল অনলাইন স্টোরে পাওয়া যাবে ২০ সেপ্টেম্বর থেকে

১৬ প্রো ১৬ প্রো ম্যাক্স পাওয়া যাবে চারটি কালারে, সেগুলো হলো- ব্ল্যাক টাইটেনিয়াম, ডেজার্ট টাইটেনিয়াম, ন্যাচারল টাইটেনিয়াম এবং হোয়াইট টাইটেনিয়াম রঙে

আইফোন ১৬ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্সের মূল্য শুরু হয়েছে যথাক্রমে ৭৯৯ ৮৯৯ ডলার থেকে

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/জেআইআর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু
নির্বাচনি প্রতীক: নৌকা বাদ ও শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপি’র
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা