গাজীপুরে ট্রাকচাপায় ২ শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৯ | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৯

গাজীপুরে দ্রুতগতির একটি মালবাহী ট্রাকচাপায় পোশাক কারখানার দুই শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার দুপুর ২ টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলাধীন হরিণহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিক ওই এলাকার স্টারলিং কারখানায় কর্মরত ছিলেন। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার পর পোশাক কারখানাটির শ্রমিকরা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বিরতি পেয়ে পোশাক কারখানাটির শ্রমিকরা খাবার খেতে বের হন। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অতিক্রম করার সময় উত্তরবঙ্গগামী দ্রুতগতির একটি মালবাহী ট্রাক শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও তিনজন। তাদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ট্রাকচাপায় দুজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় শ্রমিকরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে। ফলে কিছু সময় যানচলাচল বন্ধ ছিল।’

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :