সাবেক এমপির ২ পুত্রের হামলার শিকার ব্যবসায়ী, আদালতে মামলা
ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগে সাতক্ষীরা-৩ আসনের ব্যবসায়ী সাবেক সংসদ সদস্য এস এম মোখলেসুর রহমানের দুই ছেলে আসিফ কাওছার ও মো. জাহিদসহ ৮ জনের নামে মামলা করেছেন মো. আবুল বাসার নামে এক ব্যবসায়ী।
ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন তিনি।
মামলায় অন্য আসামিরা হলেন, খিলক্ষেত এলাকার ইলেক্ট্রিশিয়ান দেলোয়ার (২৮), সাতক্ষীরার আ. করিম (৪৩), রাজধানীর পল্লবীর লুৎফর রহমান, মো. রাজীব (৩৫), মো. রাব্বি হাসান (২৫)।
মামলা সূত্রে জানা যায়, ২২ আগস্ট খিলক্ষেত এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে উল্লেখিত আসামিরাসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বাদীর অফিসে হামলা করে। আসামিরা আসবাবপত্র, কম্পিউটার, টেবিল, চেয়ারসহ ভাঙচুর করে। এতে বাদীর ৫০ লাখ টাকার ওপরে ক্ষতি হয়। এ ঘটনায় বাদী ও বাদীর অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা বাধা দিতে গেলে আসামিরা লাঠিসোঁটা, রড ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে। এতে বাদী মো. আবুল বাশারসহ তার কর্মকর্তা ও কর্মচারীরা গুরুতরভাবে আহত হন।
ঘটনার কারণ জানিয়ে আবুল বাশার বলেন, ১ জুন আসিফ কাওসারের ৩ তলা বাড়িটি ব্যবসায়িক অফিস হিসেবে ভাড়া নেন আমার ব্যবসায়িক সহযোগী আনোয়ার হোসেন। ৪০ লাখ টাকা খরচ করে পুরো প্রতিষ্ঠানের ডেকোরেশন করেছি। কিন্তু হঠাৎ করে তিনি ১৫ দিনের মধ্যে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ পাঠান। ইন্টেরিয়র ব্যয় ও ব্যবসায়িক ক্ষতির কথা দেখিয়ে আমি সময় চেয়েছি। কিন্তু ওনারা সময় না দিয়ে দিতে উলটো আমার প্রতিষ্ঠানে হামলা করেন।
(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এমআর)