নরসিংদী কারাগার থেকে লুট হওয়া তিন অস্ত্র উদ্ধার

নরসিংদী কারাগার থেকে লুট হওয়া দুইটি এসএমজি ও একটি চাইনিজ রাইফেল উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক ক্ষুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, সোমবার রাত সাড়ে আটটার সময় গোপন সংবাদের ভিত্তিতে আফতাবনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উল্লেখিত অস্ত্র উদ্ধার করে সিটিটিসির স্পেশাল এ্যাকশন গ্রুপের একটি চৌকস দল।
উলেক্ষ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই দুর্বৃত্তরা জেলা কারাগারের অস্ত্রাগার লুট করে ৮৫টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ৮ হাজার ১৫ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এলএম/এসআইএস)

মন্তব্য করুন