নবীন অভিনেত্রী আরাবি রহমানের অকাল মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৮

দেশের শোবিজ জগতের নতুন মুখ আরাবি রহমান মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নেত্রকোণা সদর এলাকায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ঢাকা টাইমসকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ছোটবোন রোকসানা রহমান।

রোকসানা জানান, দুদিন আগে মেঘলা (আরাবি) ঢাকা থেকে গ্রামে আসে। গতকাল (বৃহস্পতিবার) রাতে খাবার শেষে ঘুমানোর সময় অসুস্থতা অনুভব করছেন বলে জানান। এরপর হাতে পায়ে তেল মালিশ করে দেওয়ার পর ঘুমিয়ে পড়েন আরাবি। কিন্তু ঘুমের মধ্যেই রাত দুইটার দিকে হঠাৎ চিৎকার দিয়ে ওঠেন।

আরাবির বোন বলেন, ‘এরপর আমি তাড়াহুরা করে রুমের লাইট জ্বালিয়ে, সবাইকে ডাকি এবং পরে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার জানায় আপু মারা গেছে।’

আরাবির প্রকৃত নাম সাদিকা রহমান মেঘলা। তবে তিনি আরাবি রহমান নামে অচিরেই শোবিজে আত্মপ্রকাশ করবেন বলে সম্প্রতি একটি বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়ে জানিয়েছিলেন।

মেঘলা ঢাকার শ্যামলীতে বসবাস করতেন। কিশোরগঞ্জ জন্ম হলেও নেত্রকোণায় বেড়ে ওঠা। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়েই মডেলিংয়ে নাম লেখান তিনি। নিচ্ছিলেন সিনেমার প্রস্তুতি। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় যুক্ত হওয়ার খবরও পাওয়া গেছে। কিন্তু নিজেকে রুপালি পর্দায় দেখার আগেই না ফেরার দেশে পাড়ি জমান মেঘলা।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এলএম/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :