দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন তিন ভাই, দুর্বৃত্তের হামলায় প্রাণ গেল একজনের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭ | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১

দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে রাজধানীর মুগদা এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে শাকিল (২৮) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় নিহত শাকিলের দুই ভাই সুজন (৩৮) ও শামস (২৪) আহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে কাজীবাড়ি মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। আহত সুজন ও শামসের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

নিহতের বাবা ওমর ফারুক বলেন, আমার ছেলেদের এলপি বোতলজাত গ্যাসের ব্যবসা রয়েছে। রাতে দোকান বন্ধ করে তিন ভাই বাসায় ফেরার পথে মুগদা কাজীবাড়ি মসজিদ সংলগ্ন রাস্তায় দুর্বৃত্তরা আমার ছেলেদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিন ছেলে গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার এক ছেলে শাকিলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার দুই ছেলে সুজন ও শামস চিকিৎসাধীন রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এই ঘটনায় নিহতের দুই ভাই ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, দোকানের মালামাল কমবেশি দামে ক্রয়-বিক্রয় নিয়ে মারামারির ঘটনা ঘটে। পূর্বের কোনো ক্ষোভ থেকেও এ ঘটনাটি ঘটতে পারে। আজকে ভ্যান ক্রয়-বিক্রয়ের মালামাল নিয়ে যাওয়ার সময় ধাক্কাধাক্কিতে এই মারামারির ঘটনা ঘটে।

(ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/এলএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

তুরাগে বিএনপি নেতার সভায় মূল মঞ্চেই আওয়ামী লীগ-যুবলীগের নেতা, দর্শক সারিতেও একই চিত্র!

সাবেক সচিব আমিনুল ইসলাম গ্রেপ্তার 

সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ গ্রেপ্তার

পল্লবীতে ইমন হত্যা: আ.লীগ-যুবলীগের আরও দুই নেতা গ্রেপ্তার

পল্লবীতে ২৪ লিটার চোলাই মদসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

বাইক চালাতে পারেন না তবুও সাথে হেলমেট রাখতেন শুভ্র! গ্রেপ্তারের পর বেরোলো রহস্য

তারেক রহমানের নির্দেশে আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছি: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

উত্তরা পশ্চিম থানা আ.লীগ সভাপতি অ্যাড. মনোয়ার গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :