দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন তিন ভাই, দুর্বৃত্তের হামলায় প্রাণ গেল একজনের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭
অ- অ+

দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে রাজধানীর মুগদা এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে শাকিল (২৮) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় নিহত শাকিলের দুই ভাই সুজন (৩৮) ও শামস (২৪) আহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে কাজীবাড়ি মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। আহত সুজন ও শামসের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

নিহতের বাবা ওমর ফারুক বলেন, আমার ছেলেদের এলপি বোতলজাত গ্যাসের ব্যবসা রয়েছে। রাতে দোকান বন্ধ করে তিন ভাই বাসায় ফেরার পথে মুগদা কাজীবাড়ি মসজিদ সংলগ্ন রাস্তায় দুর্বৃত্তরা আমার ছেলেদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিন ছেলে গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার এক ছেলে শাকিলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার দুই ছেলে সুজন ও শামস চিকিৎসাধীন রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এই ঘটনায় নিহতের দুই ভাই ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, দোকানের মালামাল কমবেশি দামে ক্রয়-বিক্রয় নিয়ে মারামারির ঘটনা ঘটে। পূর্বের কোনো ক্ষোভ থেকেও এ ঘটনাটি ঘটতে পারে। আজকে ভ্যান ক্রয়-বিক্রয়ের মালামাল নিয়ে যাওয়ার সময় ধাক্কাধাক্কিতে এই মারামারির ঘটনা ঘটে।

(ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
দেশে ফিরছেন খালেদা জিয়া, সবাই উচ্ছ্বসিত: মির্জা ফখরুল
সাগর-রুনির হত্যাকারী দুজন, তবে শনাক্ত করা যাচ্ছে না: টাস্কফোর্সের প্রতিবেদন
বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন খালেদা জিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা