সদরপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা  

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৩

ফরিদপুরের সদরপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলাম ধর্মের সর্বশেষ রাসূল হযরত মুহাম্মাদ (স.) এর জীবনীচরিত, নবুয়ত ও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে তার আত্মনিয়োগ বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।

আলোচনা সভায় সদরপুর বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির, সদরপুর উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতী রেজাউল কারীম, সদরপুর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমীর হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. মাহমুদুল হাসান, ইসলামিক ফাউন্ডেশন সদরপুরের ফিল্ড সুপারভাইজার মিঞা আলতামাস পিকাশো সহ আরও অনেকে অংশ নেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জামায়াত ইসলামী বাংলাদেশ সদরপুরের আমীর মো. দেলোয়ার হোসেন, সেক্রেটারি আবুবকর সিদ্দিক ও সদরপুর ইউপি চেয়ারম্যান কাজী জাফর সহ অন্যান্য ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :