চট্টগ্রামে চাঁদাবাজির প্রতিবাদ করায় একজনকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩০
অ- অ+

চট্টগ্রামে চাঁদাবাজির প্রতিবাদ করায় একজনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে বন্দর থানার ধুপপোল মিস্ত্রিপাড়া এলাকায় ঘটনা ঘটে। নিহত মো. মুসলিম উদ্দিন (৪৮) স্ক্র্যাপের লোহার ব্যবসা করতেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধুপপোল মিস্ত্রিপাড়া এলাকার একটি দোকানে চাঁদাবাজির চেষ্টা করছিলেন এক ব্যক্তি। এ নিয়ে মুসলিম প্রতিবাদ করলে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মুসলিমকে ছুরিকাঘাত করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, লাশ দাফনের পর পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। তবে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানায়, মুসলিম উদ্দিনের কোমরের ওপরে বাঁ পাশে ছুরিকাঘাত করা হয়েছে। তার স্ক্র্যাপ লোহার দোকান রয়েছে। দোকানটি নিয়ে কয়েকজনের সঙ্গে তার দ্বন্দ্ব রয়েছে।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার আরও যেসব কারণ সামনে আসছে
আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: নিহত বেড়ে ২৯১
মুরাদনগরে ট্রাফিক লাইনম্যানকে পিটিয়ে যখম করল এনসিপি নেতারা
নিষেধাজ্ঞার পর জেলের জালে ধরা পড়লো ৪৩ মণ ইলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা