সোনারগাঁয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস
নানা আয়োজনে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে সোনারগাঁ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আয়োজনে বর্ণাঢ্য জশনে জুলুস বের করা হয়।
জুলুসটি উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের এলাহীনগর ঈদগাঁ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় এসে শেষ হয়। দুই শতাধিক পিকআপ ভ্যান ও অটোরিকশায় করে যোগে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি জুলুসে অংশ নেন।
অংশগ্রহণকারী মুসল্লিরা বলেন, আমরা জন্মের পর থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করছি। এ দিন আমাদের এলাকায় প্রতিটি ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যায়।
এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা নানা রং বেরঙের ব্যানার, ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে ‘নারায়ে তাকবির- আল্লাহু আকবর, নারায়ে রিসালাত-ইয়া রাসুলাল্লাহ’ স্লোগান দিতে থাকে। এসময় মুখরিত হয়ে উঠে পুরো সোনারগাঁ উপজেলা।
(ঢাকা টাইমস/১৬সেপ্টেম্বর/পিএস)