শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত সাত দিনের রিমান্ডে
রমনা থানার লিজা হত্যা মামলায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবির এবং একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
অন্যদিকে ভাসানটেক থানার আরেক হত্যা মামলায় দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানা উল্লাহ এ রিমান্ডের আদেশ দিয়েছেন।
রমনা মডেল থানার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. পায়েল হোসেন শাহরিয়ার কবির ও মোজাম্মেল বাবুর ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
এর আগে সোমবার সকাল ৬টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আটক করা হয়।
একই দিন রাত ১২টার দিকে বনানীর বাসা থেকে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ।
(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/আরজেড/এফএ)