মায়ের উপস্থিতি প্রতি মুহূর্তে অনুভব করি: অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৪| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৩
অ- অ+

চার বছর আগে মা শেফালি বিশ্বাসকে হারিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা তথা শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। দিনটি ছিল ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর। সেই হিসাবে আজ (বুধবার) অভিনেত্রীর মায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী।

২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর সন্তান আব্রাম খান জয়ের জন্ম দেওয়ার মাধ্যমে মা হন অপু বিশ্বাস। তাই এই মাসটি তার কাছে আনন্দের। কিন্তু মায়ের মৃত্যুর পর থেকে মাসটি এই অভিনেত্রীর জন্য একইসঙ্গে বেদনাদায়কও হয়ে যায়।

তাই তো মা শেফালি বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকীর দিন সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস। সেখানে নায়িকা লিখেছেন, মায়ের উপস্থিতি তিনি প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে অনুভব করেন।

পোস্টে অপু বিশ্বাস যা লিখেছেন

চার বছর পেরিয়ে গেল, মা আমাকে ছেড়ে চলে গেছেন। কিন্তু মায়ের উপস্থিতি আমি প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে আজও অনুভব করি।’

‘জীবনের প্রতিটি বাঁকে মা আমার পাশে থাকতেন, তার শিক্ষায় আমরা বড় হয়েছি। আজ তিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ, তার মূল্যবোধ, এবং তার শেখানো কথাগুলো আমার জীবনের প্রতিটি কাজে আমার পথপ্রদর্শক হিসেবে রয়ে গেছে।’

‘মায়ের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তিনি যেখানে আছেন, সেখান থেকেই আমাদের দিকে চেয়ে আছেন, আমাদের মঙ্গল কামনা করছেন। মা, তোমাকে খুব মিস করি। তোমার শূন্যতা কখনো পূরণ হবে না, কিন্তু তোমার স্মৃতি আমাকে সাহস দেয়, এগিয়ে চলার প্রেরণা দেয়। তুমি চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে।’

২০২০ সালের ১৮ সেপ্টেম্বর দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপু বিশ্বাস মা শেফালী বিশ্বাস। এর কয়েক দিন আগে তিনি স্ট্রোক করেন।

এরপর শেফালী বিশ্বাসকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা করে চিকিৎসকরা জানান, তার ফুসফুসে পানি জমেছে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। ১৮ সেপ্টেম্বর সেখানেই তিনি মারা যান।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা