ক্রিকেট ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করছে

ইউরোপ ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৭
অ- অ+

ফ্রান্সের মূলধারায় বাংলাদেশ অত্যন্ত ইতিবাচকভাবে পরিচিত হচ্ছে ক্রিকেটের মাধ্যমে বলে মন্তব্য করেছেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন।

সোমবার ফ্রান্সে বাংলাদেশ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ক্রিকেট খেলার প্রসার দিন দিন ফ্রান্সে বেড়ে চলেছে। ফরাসীরা এ খেলার প্রতি আসক্ত হচ্ছে এবং এর সাথেই বাংলাদেশের তরুণরা ফ্রান্সের ক্রিকেটে বেশ ভালো ভূমিকা পালন করে চলেছে।’

শাহ গ্রুপের চেয়ারম্যান বাংলাদেশি ক্লাবগুলোকে পৃষ্ঠপোষকতা দিতে দেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ক্রাক প্লাটুন ও সিলেট ফাইটার্সের মধ্যে উত্তেজনাময় খেলা হয়। এতে ক্রাক প্লাটুনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিলেট ফাইটার্স।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন রানা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য ফাতেমা খাতুন, মেহদি হাসান অলি, এম ডি নুর, বাবু, হাসান, নাসির উদ্দীন, আব্দুল বাসিত, শাহজাহান, ফারুক, নাজমুল কবির, মাসুদ সহ বাংলাদেশ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক কমিটির নেতারা।

(ঢাকা টাইমস/১৮সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা