ডিভোর্সের পরও যে কারণে সিঁথিতে সিঁদুর পরেন মধুমিতা

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪২

ওপার বাংলার অন্যতম আবেদনময়ী নায়িকা মধুমিতা সরকার। প্রাক্তন স্বামী অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে তার ডিভোর্স হয়েছে পাঁচ বছর আগে। কিন্তু এখনো একজন বিবাহিত হিন্দু নারীর মতো সিঁথিতে সিঁদুর পরতে দেখা যায় ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়াল থেকে জনপ্রিয়তা পাওয়া মধুমিতা।

শুধু তাই নয়, সিঁথিতে সিঁদুর পরা ছবি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন এই নায়িকা। সেসব ছবি দেখে অবাক তার ভক্তরা। নেটিজেনদের প্রশ্ন- সৌরভের সঙ্গে কি এখনো বিবাহ বিচ্ছেদ ঘটেনি? নাকি গোপনে ফের বিয়ে করেছেন মধুমিতা?

এ বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী। বলেন, ‘প্রথমেই জানিয়ে দিই, আমি কিন্তু সৌরভ চক্রবর্তীর নামে সিঁদুর পরছি না। আমি ঈশ্বরে বিশ্বাসী, শিবের ভক্ত। কোনো মন্দিরে পূজা দিতে গেলে আমি সিঁথিতে সিঁদুর পরি। দেব বিগ্রহে ছোঁয়ানো সিঁদুর, খুব সহজভাবেই সেটা পরি।’

ভারতে বিবাহিত নারীদের মাঝে সিঁদুর পরার প্রচলন রয়েছে। সেক্ষেত্রে কি কোনো চলতি প্রথা ভাঙতে চান মধুমিতা? নায়িকা বলেন, ‘আমি আমার ধর্মে বিশ্বাসী। কোনো প্রথা ভাঙতে চাই না। আমি মনে করি, সিঁদুর কোনো ছেলেখেলার জিনিস নয়। বিবাহিত নারীদেরই কেবল সিঁদুর পরা উচিত। আমি সেটার সম্মানও করি।’

২০১৫ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন মধুমিতা ও সৌরভ চক্রবর্তী। সে সংসার বেশিদিন টেকেনি। ২০১৯ সালে বিচ্ছেদের ঘোষণা দেন ওপার বাংলার এই তারকা জুটি। এরপর একাধিক অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে মধুমিতার। কিন্তু কারও সঙ্গে আর সংসার পাতেননি।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :