সাড়ে ২০ লাখে মেরামত কাজীপাড়া স্টেশন, শুক্রবার থেকে থামবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে মেরামত সম্পন্ন হয়েছে। মেরামত করতে প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র ২০ লাখ ৫০ হাজার টাকা। স্টেশনটিতে আগামীকাল শুক্রবার থেকে মেট্রোরেল থামবে।

বৃহস্পতিবার বিকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুর রউফ বলেন, আগামীকাল ২০ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রোরেল স্টেশন। ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনও দ্রুত চালুর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

১৮ সেপ্টেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল বন্ধ থাকার কারণ হিসেবে মোহাম্মদ আবদুর রউফ বলেন, বিজয় সরণি এবং ফার্মগেট স্টেশনের মধ্যবর্তী স্থানে একটি পিয়ার এবং ভায়াডাক্টের মধ্যবর্তী স্থানের ইলাস্টোমেরিক বিয়ারিং প্যাড স্থানচ্যুত হওয়ায় মেট্রোরেল বন্ধ থাকে।

কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সাত সদস্যবিশিষ্ট কারিগরি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, কমিটি প্রয়োজনীয় সুপারিশসহ পাঁচ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দাখিল করবে।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, ২০ সেপ্টেম্বর থেকে শুক্রবার মেট্রোরেল চলাচল শুরু হচ্ছে। এদিন দুপুর সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে এবং দুপুর ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে ১২ মিনিট হেডওয়েতে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) মেট্রোরেল বাণিজ্যিকভাবে চলাচল করবে।

এর আগে ১৮ সেপ্টেম্বর কারিগরি ত্রুটির কারণে সকাল টা ৪০ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রোরেল চলাচল যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কারিগরি ত্রুটি সংস্কারের পর রাত ৮টা ২৫ মিনিট থেকে পুনরায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এলএম/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

মিরপুর ডিওএইচএসে পুলিশের অভিযান, সাড়ে ৫৭ লাখ টাকাসহ ৬ ডাকাত গ্রেপ্তার

পটুয়াখালীতে হোটেল দখলের চেষ্টা, ব্যবসায়ীকে অপহরণ ও হত্যাচেষ্টার বিচার দাবি

ডিএনসিসিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন শুরু

পল্লবীতে সাকিব হত্যা মামলায় চার আ.লীগ নেতা গ্রেপ্তার

কাওলায় দাঁড়িয়ে থাকা গাড়িচালককে পিষে দিল কাভার্ডভ্যান

হত্যা মামলায় গ্রেপ্তার ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা ফুয়াদ

মিরপুরে মুক্তাকিম বিল্লাহ হত্যা: আ.লীগ নেতা গ্রেপ্তার

এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

তুরাগে বিএনপি নেতার সভায় মূল মঞ্চেই আওয়ামী লীগ-যুবলীগের নেতা, দর্শক সারিতেও একই চিত্র!

এই বিভাগের সব খবর

শিরোনাম :