মুন্সীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৫

মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ রাফি (৩৬) নামে এক চালক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার হাসাড়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ।
তিনি জানান, ঢাকা থেকে মোটরসাইকেলে করে চালক রাফি ও অপর আরেক আরোহীসহ মুন্সীগঞ্জের মাওয়ার দিকে যাচ্ছিলেন। পথে সমষপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লাগে। এতে রাফি ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় বাইকের পেছনে থাকা আরেক আরোহীকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।(ঢাকা টাইমস/২৭সেপ্টেম্বর/এসএ)

মন্তব্য করুন