শরীয়তপুরে বিএনপি নেতার বিরুদ্ধে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ 

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫২ | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫১
নিহত রাসেল সরদার, ফাইল ছবি

শরীয়তপুরের ডামুড্যাতে পূর্ব শত্রুতার জেরে রাসেল সরদার (৩৮) নামের এক যুবলীগ কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাইফুল মাদবর নামে এক বিএনপি নেতার ও তার অনুসারীদের বিরুদ্ধে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল সরদার ওই এলাকার ইসহাক সরদারের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভাঙ্গাব্রিজ এলাকার একটি সেলুনে চুল-দাড়ি কাটাচ্ছিলেন যুবলীগ কর্মী রাসেল সরদার। এসময় স্থানীয় বিএনপি কর্মী সাইফুল মাদবর ও তার লোকজন রাসেলের উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতাল ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত তিনটার দিকে মারা যান তিনি। এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের ভাবী সীমা আক্তার বলেন, ‘আমরা আওয়ামী লীগ করতাম এটাই কি আমাদের দোষ? আমার দেবর আওয়ামী লীগ করতো বলে বিএনপির সাইফুল ও তার লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে। ছোট ছোট দুটি বাচ্চাকে এতিম করে দিয়ে গেলো। আমরা ওদের ফাঁসি চাই।’

নিহতের বোন ইয়াসমিন বলেন, আমার ভাইকে ওরা মেরে ফেললো। আমার ভাইতো কারো ক্ষতি করেনি। তাহলে কেন আজ আমি ভাই হারা হলাম। খুনিদের কঠিন বিচার চাই ‘

পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে রাসেল নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :