নতুন দিনের পথযাত্রায় শিক্ষার্থীদের আকাঙ্খা জানতে সারাদেশে ছাত্রদলের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৪, ২০:১৬
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব (বামে) ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির (ডানে)

ছাত্র-জনতার সম্মিলিত গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টের পতনের পর নতুন বাংলাদেশে নতুন দিনের ছাত্ররাজনীতির পথযাত্রায় মেধাভিত্তিক কাঠামো নির্মাণে শিক্ষার্থীদের মনোভাব জানতে দেশব্যাপী সফর শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শক্রমে নতুন বাংলাদেশের গণআকাঙ্খা জানতে ছাত্রদলনেতারা দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করছেন।

মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব মৌলভীবাজারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জানতে চান সাধারণ শিক্ষার্থীরা আগামীদিনে কেমন ছাত্ররাজনীতি দেখতে চান এবং এসম্পর্কে শিক্ষার্থীদের সামগ্রিক প্রত্যাশা কী।

সুস্থ ধারার এবং শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতির পক্ষে মতামত দিয়ে শিক্ষার্থীরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি তারা বন্ধ চান না। কিন্তু বিগত দিনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি, হলে সিট দখল, গেস্টরুমে র‌্যাগিং, ইভটিজিং, শিক্ষার্থীদের জোরজবরদস্তি করে কর্মসূচিতে নেওয়া এবং পেশী শক্তিনির্ভর ছাত্ররাজনীতি ক্যাম্পাসে আর দেখতে চান না। তাদের প্রত্যাশা নতুন দিনের বাংলাদেশের ছাত্ররাজনীতি হবে মেধাভিত্তিক, শিক্ষার্থীবান্ধব, সময়ের চাহিদা অনুধাবনে সক্ষম এবং আগামী দিনের জাতীয় নেতৃত্ব তৈরির প্রশিক্ষণকেন্দ্র।

এদিন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বরিশাল মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সফর করেন।

ছাত্রদল সম্পাদক এদিক ঝালকাঠি জেলা সফর শেষে বরিশালের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের কথা শোনেন৷ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তিনি নারী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে তাদের আগামীর প্রত্যাশা জানতে চান৷

এছাড়াও বিএম কলেজ, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে রাজনীতি নিয়ে তরুণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন।

নাছির উদ্দীন নাছির বলেন, ছাত্রলীগ ছাত্র রাজনীতিকে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কলুষিত করেছে, যা সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি বিমুখ করেছে। তিনি বলেন, ‘এতগুলো মানুষকে গণহত্যার পর ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই। তাদের শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করবে৷’

এসময় তিনি রাজনীতি বিমুখ শিক্ষার্থীদের রাজনীতিতে সম্পৃক্ত করার পরিকল্পনা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে একটি কল্যাণমুখী রাষ্ট্র ও গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠা করার জন্য আমরা সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করবো।’

এদিন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া ও সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান চট্টগ্রামে উত্তর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

(ঢাকাটাইমস/০১সেপ্টেম্বর/জেবি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কোনো চাঁদাবাজ-সন্ত্রাসী-জমি দখলকারী বিএনপির কর্মী নয়: নয়ন

ডেঙ্গু প্রতিরোধে দুই দিনের কর্মসূচি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির

আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন দিতে হবে: ডা. জাহিদ 

আদর্শ সমাজ গঠনে মুফাসসিরদের ভূমিকা অপরিসীম: ডা.শফিকুর রহমান

উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর খবর প্রকাশে বিএনপির সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে: মুন্না

ডেঙ্গু প্রতিরোধে ওষুধের গুণগত মান ঠিক রেখে স্প্রে করার আহ্বান আমিনুল হকের

সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

আওয়ামী অস্ত্রধারীদের গ্রেপ্তারে পোস্টারিং চাইলেন ববি হাজ্জাজ

গণতন্ত্র যেভাবে অর্জিত হয়েছে তা ধরে রাখতে হবে: আমান

ডেঙ্গু মোকাবিলায় সরকারকে বড় উদ্যোগ নিতে হবে: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :