সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল নাসের চৌধুরী গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান।
তিনি জানান, সুনির্দিষ্ট মামলার প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২১ জানুয়ারি শেখ হাসিনা সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান কামাল নাসের চৌধুরী। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কামাল চৌধুরী বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য হিসেবে সর্বশেষ শেখ হাসিনার মুখ্য সচিব হিসেবে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর অবসর গ্রহণ করেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশত্যাগের পর ৫ আগস্ট থেকে পলাতক ছিলেন কামাল নাসের চৌধুরী।
(ঢাকাটাইমস/২অক্টোবর/এলএম/এজে)

মন্তব্য করুন