‘একজন শ্রমিক প্রত্যেকে একজন নেতা’

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৪, ১৪:২৭
অ- অ+

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, ‘একজন শ্রমিক কর্মী হচ্ছেন একজন নেতা। আপনি যে পেশায় আছেন আপনি সে পেশার নেতা। হোটেল, দোকান ও কৃষি’সহ দেশে যত পেশা আছে সব পেশায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের অংশগ্রহণ থাকতে হবে।’ কোনে পেশায় যেন শ্রমিকরা হয়রানির শিকার না হয় সেটির প্রতি সজাগ থাকতে ফেডারেশনের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে নোয়াখালী শহর শাখার আয়োজনে অনুষ্ঠিত শ্রমিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের নোয়াখালী শহর শাখার সভাপতি মাহবুবুর রহমান রিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার প্রধান উপদেষ্টা ইসহাক খন্দকার, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক, সাধারণ সম্পাদক মাওলানা মো. ইউছুফ প্রমুখ।

বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য। শ্রমিকরা দেশের মূল চালিকা শক্তি। শ্রমিকদের সম্মান দেওয়ার পাশাপাশি তাদের বিপদে আপদে সবাইকে পাশে থাকতে হবে।

(ঢাকা টাইমস/০৪অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা