চার মাস ধরে বেতন বন্ধ পাকিস্তানের ক্রিকেটারদের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৪, ১২:১৭
অ- অ+

বিতর্ক যেনো কোনোভাবেই পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেটের। অধিনায়কত্ব ইস্যু কিংবা বোর্ড কর্মকর্তাদের পদত্যাগ নিয়ে হরহামেশাই আলোচনার শীর্ষে থাকছে পাক ক্রিকেট। এবার নতুন এক অভিযোগ উঠেছে পাকিস্তান ক্রিকেটে। গত চার মাস ধরে বেতন পাচ্ছেন না দেশটির ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারের কেউই গত চার মাস ধরে বেতন পাননি।

মেয়েদের দলের বেতন না পাওয়ার কারণটা জানা গেলেও পুরুষ দলের বেতন না পাওয়ার কারণ স্পষ্ট করে জানা যায়নি।

পিসিবির সঙ্গে নারী ক্রিকেটারদের বর্তমান চুক্তির মেয়াদ ২৩ মাসের। কেন্দ্রীয় চুক্তি শুরু হয়েছে ২০২৩ সালের ১ আগস্ট থেকে। এটা শেষ হবে ২০২৫ সালের ৩০ জুন। তবে কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শুরুর ১২ মাস পর পিসিবির আবার পর্যালোচনা করার কথা। সেই পর্যালোচনা হয়নি বলেই বেতন দেওয়া হচ্ছে না নারী ক্রিকেটারদের।

পিসিবি ক্রিকবাজকে বলেছে, ‘কাজ চলছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর ২০২৪ সালের ১ জুলাই থেকে চুক্তির প্রস্তাব দেওয়া হবে খেলোয়াড়দের।’ পিসিবির এক কর্মকর্তা বেতন বকেয়া থাকার কারণ হিসেবে ক্রিকবাজকে বলেছেন, ‘অনেক কিছু হচ্ছে এবং সবকিছু সামলানোর জন্য সময়ের খুব অভাব।’

পিসিবির নীতিমালা অনুযায়ী দেশটির ছেলে ও মেয়ে ক্রিকেটাররা ট্রেনিং ক্যাম্প চলার সময় দৈনিক ভাতা পায় না। কারণ, ওই সময়ে পিসিবি থেকে তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়। সেপ্টেম্বরের ১ তারিখ থেকে পাকিস্তানের মেয়েরা ক্যাম্পে ছিলেন। এ কারণে এই সময়ে তারা দৈনিক ভাতাও পাননি। তবে এই সময়ে সাপোর্ট স্টাফদের দৈনিক ভাতা দেওয়া হয়েছে।

আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে পাকিস্তানের নারী ক্রিকেটারদের বেতনই সবচেয়ে কম। যদিও পিসিবি বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড।

(ঢাকাটাইমস/০৫ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা