হামলার আশঙ্কায় ইসরায়েলে হাই অ্যালার্ট জারি
গাজা ও লেবাননে অভিযান চলাকালীন ইসরায়েলের হাইফা শহরে পাল্টা হামলা করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
উত্তর ইসরায়েলে কয়েক ডজন রকেট নিক্ষেপ করার পর হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলের বন্দর শহর হাইফাতে বিধ্বংসী হামলা করেছে। ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী, এ হামলায় হাইফায় অন্তত ১০ জন আহত হয়েছে।
এর আগে গত ১ অক্টোবর দেশটিতে ব্যালিস্টিক হামলা করে ইরান। এ অবস্থায় গাজায় হামাসের হামলার বর্ষপূর্তির দিনে হাই অ্যালার্ট জারি করেছে ইসরায়েল।
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে প্রতিশোধস্পৃহা বেড়েছে। তিনি বলেছেন, ইরানের হামলার জবাব দিতে কাঙ্ক্ষিত সময় ও স্থানের জন্য তিনি অপেক্ষা করছেন।
এদিকে ইরানের ওপর প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার বিষয়ে হোয়াইট হাউস ও পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েলের আলোচনা চলছে। এসব আলোচনায় মধ্যপ্রাচ্যজুড়ে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা না বাড়াতে তাকে শাসিয়ে দিয়েছে ওয়াশিংটন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করলে ইসরায়েলকে সমর্থন করবে না যুক্তরাষ্ট্র।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন হামলা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। হামাসের হামলায় কমপক্ষে ১১৩৯ জন নিহত হয়, জিম্মি করা হয় ২০০ জনেরও বেশি লোককে।
হামাসের হামলার জবাবে ওই দিনই গাজায় হামলা শুরু করে তেল আবিব। গাজায় হামলার জবাব দিতে পরদিন ৮ অক্টোবর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা শুরু করে।
অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪১ হাজার ৮৭০ জন নিহত এবং ৯৭ হাজার ১৬৬ জন আহত হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।
(ঢাকাটাইমস/০৭অক্টোবর/এইচএ/এফএ)