ছাত্রলীগকে নিষিদ্ধ না করলে আন্দোলনের হুঁশিয়ারি আমার দেশ সম্পাদকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৪, ১৬:১১| আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৬:৫১
অ- অ+

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে আগামী রবিবারের মধ্যে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমান। না করলে আগামী সোমবার থেকে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) টিএসসিতে সেখানকার শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তার এই দাবি ও হুঁশিয়ারির কথা জানান মাহমুদুর রহমান।

তিনি বলেন, ‘যদি আগামী রবিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ না করা হয়, তাহলে সোমবার থেকে আন্দোলন শুরু হবে। আমার দাবির সমর্থনে আপনারা ইবি থেকে আন্দোলন শুরু করবেন। নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আমি ঢাকায় মাঠে থাকব। আপনারা এখানে মাঠে থাকবেন।’

মাহমুদুর রহমান বলেন, ‘দেশকে আওয়ামী লীগ থেকে মুক্ত রাখতে হলে আগে ছাত্রলীগ থেকে মুক্ত করতে হবে। বাংলাদেশে যদি কোনো জঙ্গি সংগঠন থাকে সেটি ছাত্রলীগ। আমি কয়েকদিন আগে জাতীয় প্রেস ক্লাবে একটি বক্তব্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে সাত দিন সময় দিয়েছিলাম। আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আগামী রবিবার সেই সাত দিন শেষ হবে।’

আমার দেশ সম্পাদক বলেন, ‘ছাত্র-জনতার রক্তের মধ্য দিয়ে একটা বিপ্লব হয়েছে। এই বিপ্লবকে বিপথগামী করা যাবে না। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মাঝে যেন কোনো বিভেদ না আসে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। কারণ, এই সরকার না টিকলে ভারতীয় সাম্রাজ্যবাদ মাথা চাড়া দিয়ে উঠবে। তবে সরকারের দিকেও আমাদের নজর রাখতে হবে, যাতে তারা বিপথগামী না হয়। সবাইকে এই দায়িত্ব নিতে হবে।’

এর আগে গত রবিবার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে সাত দিনের আল্টিমেটাম দেন মাহমুদুর রহমান। সেদিন তিনি বর্তমান সরকারের কাছে মোট সাতটি দাবির কথা জানান।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৫৮
ধর্ষণ মামলার বাদীকে কারাগারে বিয়ে করবেন গায়ক নোবেল, আদালতের নির্দেশ
চট্টগ্রাম বন্দরের ৫০ কোটি টাকা স্টোর রেন্ট ফাঁকি, প্রতারক গ্রেপ্তার
কত টাকা ঘুষ দিয়ে জামিন পেলেন গানবাংলার তাপস?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা