ভেনেজুয়েলার সঙ্গে ড্র আর্জেন্টিনার, মেসি বললেন ‘কুৎসিত খেলা হয়েছে’

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৪, ১৩:৫৫
অ- অ+

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে শুরুতে লিড নিয়েও জিততে পারেনি মেসির দল। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনা মাঠ নিয়ে।

টানা বৃষ্টির কারণে মাঠের প্রায় সব জায়গা জুড়েই জমে ছিল পানি। যার ফলে ম্যাচ শুরু হয়েছিল আধ ঘণ্টা পর। খেলা শুরু করা গেলেও পানি শুকানো যায় নি। বাধ্য হয়ে গোড়ালি সমান পানিতেই নামতে হয়েছে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার ফুটবলারদের। কদমাক্ত মাঠে শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র করে তারা।

ম্যাচ শেষে ফলাফল নিয়ে আলোচনা হচ্ছে সামান্যই। বরং মাঠের অবস্থা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনি।

ম্যাচশেষে টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেন, ‘খুব কঠিন ছিল (খেলা)। এতে ম্যাচগুলো খুব কুৎসিত হয়ে যায়। আমরা টানা দুটি পাসও খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে ডান প্রান্তে কিছুটা খেলতে পেরেছি। কিন্তু এভাবে খেলা খুব কঠিন। খুব অল্পই খেলা সম্ভব হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ড্র করেছি কারণ যা করতে চেয়েছি মাঠের কারণে সম্ভব হয়নি। প্রস্তুতির বাইরে অন্যভাবে খেলতে হয়েছে।’ এদিকে রদ্রিগো ডি পল বলেছেন, ‘আমরা ফুটবল খেলতে পারিনি।’

গত জুলাইয়ে অ্যাঙ্কেল ইনজুরিতে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন মেসি। প্রায় তিন মাস পর মাঠে ফিরে বেশ খুশি আর্জেন্টিনার অধিনায়ক। মেসি বলেন, ‘(আর্জেন্টিনার হয়ে) আবারও মাঠে নামতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। ক্লাবের হয়েও অনেক ম্যাচ মিস করেছি। ফিরতে পেরে ভালো লাগছে।’

আগামী বুধবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৬টায় বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

মাঠ তো নয় যেন জলাধার! আন্তর্জাতিক ম্যাচ তো বহুদূর, স্বীকৃতি পর্যায়ের কোনো ম্যাচ এই মাঠে খেলা কঠিন। সেখানেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলে ফেলল আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা। ম্যাচ শেষে ফলাফল নিয়ে আলোচনা সামান্যই। বরং মাঠের অবস্থা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনি।

(ঢাকাটাইমস/১১ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জের সংঘর্ষে নিহত বেড়ে ৪
গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক ঢামেকে ভর্তি, অবস্থা আশঙ্কাজনক
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১
জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে ঘর থেকে বেরোবেন না: গোপালগঞ্জবাসীকে আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা