ভালুকায় সড়কে ঝরল ১ প্রাণ, চালকসহ আহত ৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৪, ১৪:১৮

ময়মনসিংহের ভালুকায় সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সুফিয়া খাতুন (৬০) নামের এক যাত্রী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে ভালুকা-গফরগাঁও সড়কের রাংচাপড়া ভালুকা ফিডমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (২৫), শৈলাট গ্রামের মৃত হামেদ আলীর ছেলে সাহেব আলী (৭০), গফরগাঁও পাগলা থানার লিটন মিয়ার ছেলে রনি মিয়া (২৫), হুদা মিয়ার স্ত্রী পারভীন (৪৫) ও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রুবেল মিয়ার স্ত্রী সুরাইয়া (৩৫)।

আহতদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভালুকা মডেল থানার এসআই নূর কাশেম জানান, ওই দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেলে সিএনজির এক নারী যাত্রী মারা যান। আহত অন্য যাত্রীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :