পূজা দেখতে কুমুদিনীতে রাষ্ট্রদূতেরা
টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার দুর্গামণ্ডপ পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। তারা কুমুদিনী হাসপাতালের লাইব্রেরিতে বেশ কিছুক্ষণ অবস্থান করেন।
শুক্রবার (১১ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মহা অষ্টমী উদযাপিত হয়। এদিনের প্রধান অনুষঙ্গ কুমারী পূজা।
বিদেশি অতিথিরা কুমুদিনী হাসপাতাল লাইব্রেরিতে পৌঁছালে তাদের স্বাগত জানান কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল রিনা ক্রুস ও কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক ।
রাষ্ট্রদূতদের মধ্যে ছিলেন ব্রাজিলের পাওলু ফারনান্দো দিয়াজ ও তার স্ত্রী ইলিয়ানি অ্যালক্যানতারা, সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মারিয়া স্ট্রিটসম্যান ও ফার্স্ট সেক্রেটারি জোহাননা মারটিনশন, ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার এবং ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান, নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল ও সেকেন্ড সেক্রেটারি ওজানা ব্যামজান এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌল্লাই শেখ ও তার স্ত্রী হাজজা সাতা শেখ।
কুমারী পূজা ঘিরে শুক্রবার পৌর সদরের দানবীর রণদা প্রসাদ সাহা দুর্গামণ্ডপের সামনে ভক্তদের বিপুল সমাগম ঘটে। একই রকম লোকসমাগম শিল্পী সংঘ অনির্বাণ যুব সংঘ ও আনন্দময়ী যুব সংঘের মণ্ডপে। বিকেল চারটার পর থেকে সদরের প্রতিটি রাস্তা ও সড়কে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। অনেক ভক্ত পূজার প্রথম ভাগেই দূরের মণ্ডপগুলোর প্রতিমা দর্শন শেষ করে নিজেদের বাড়ির পূজা উপভোগ করবেন।
এ বছর মির্জাপুর উপজেলায় ২০৭ মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ২৪৩। অন্য বছরের চেয়ে এ বছর নিরাপত্তা ব্যবস্থা বেশি জোরদার করেছে প্রশাসন।
(ঢাকাটাইমস/১১অক্টোবর/মোআ