ফরিদপুরে বিষাক্ত অ্যালকোহল পানে দুই কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৪, ১৫:২৪| আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৫:৪১
অ- অ+

ফরিদপুরে বিষাক্ত অ্যালকোহল পানে দুই কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে শহরের আলিপুরের কানাই মাতবার মোড় এলাকায় তাদের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহতদের একজনের নাম পূজা বিশ্বাস (২০)। তিনি মাগুরার শালিকা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে। অন্যজন হলেন রত্না সাহা (২৬)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের আমগ্রাম এলাকার রতন কুমার সাহার মেয়ে।

নিহতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি রাজেন্দ্র কলেজে পড়ুয়া ওই দুই শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতবার মোড় এলাকায় বাসা ভাড়া করে থাকতেন। শুক্রবার সন্ধ্যায় পূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তারা।

রুমে থাকা তাদের খালা বিথি সাহা জানান, পূজা ও রত্নার অবস্থা বেগতিক দেখে মধ্যরাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আরেকজন চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে মারা যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ উজ্জামান বলেন, সকালে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে থেকে জানানো হয় দুই নারীর অ্যালকোহল পানে মৃত্যু হয়েছে।

তিনি জানান, নিহত পূজা ও রত্না শুক্রবার সন্ধ্যায় পূজা দেখতে বের হন। তারপর রাত ১০টার পর তারা বাসায় এসে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাদের খালা বিথি তাদেরকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেন। সেখান থেকে পরে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পূজা ও রত্নার মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

(ঢাকা টাইমস/১২অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৬ মে থেকে 'দ্বৈত নাগরিকত্ব সনদের' আবেদন শতভাগ অনলাইনে 
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা, হাতে জখম, গাড়ির কাচ ভাঙচুর
এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা