সচিবালয়ের বিক্ষোভ: ২৬ শিক্ষার্থীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৪, ১২:৩৯
অ- অ+

সচিবালয়ের প্রবেশ করে বিক্ষোভ করার ঘটনায় ২৬ শিক্ষার্থীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে ১৫ নারী শিক্ষার্থীসহ ২৮ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় প্রকাশ এবং এ সংক্রান্ত ত্রুটি সংশোধনের দাবিতে গতকাল বুধবার সচিবালয়ে প্রবেশ করে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী। এ ঘটনায় সেখান থেকে ৫৩ জন শিক্ষার্থীকে আটক করা হয়।

বুধবার সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন। তখন সচিবালয়ে দায়িত্বরত সেনা সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান।

একাধিক শিক্ষার্থী বলেন, “আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেয়া হয়েছে আর কাউকে কম। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।” (ঢাকাটাইমস/২৪অক্টোবর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা