নগরকান্দায় গৃহবধূকে গলাকেটে হত্যা

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৪, ১৪:৪৬| আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৪:৪৯
অ- অ+

ফরিদপুরের নগরকান্দায় মুক্তা বেগম (৩০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুক্তা ওই গ্রামের আরিফ চৌধুরীর স্ত্রী। তার দুটি ছেলে ও ৯ মাসের একটি মেয়ে রয়েছে।

নিহতের স্বামী আরিফ চৌধুরী বলেন, ‘প্রতিদিনের মতো বুধবার রাতে খাওয়া-দাওয়া করে স্ত্রী-সন্তানদের নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলাম। রাত ১টার দিকে ঘুম থেকে উঠে দেখি আমার স্ত্রী মেয়েকে খাওয়াচ্ছে। পরে আবার ঘুমিয়ে পড়ি। ভোরে আমার এক প্রতিবেশী আমাকে ডাকতে থাকেন। আমি তার ডাকে সাড়া দিয়ে ঘুম থেকে উঠে দেখি আমার স্ত্রী পাশে নেই। আমার শিশু মেয়েটি তখন কাঁদছিল। পরে রান্নাঘরে গিয়ে দেখি আমার স্ত্রী গলাকাটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে কে বা কারা কি কারণে আমার স্ত্রীকে হত্যা করেছে, তা বুঝতে পারছি না। আমার তো কোনো শত্রু ছিল না।’

তিনি আরো বলেন, ‘আমার ৯ মাসের একটি মেয়ে রয়েছে। মেয়েটির এখন কি হবে। মা ছাড়া সে কিভাবে বাঁচবে।’

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

(ঢাকা টাইমস/২৪অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা