চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৪, ২০:১১
অ- অ+

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা ভয়াল রূপ ধারণ করে স্থলভাগের দিকে ধেয়ে আসছে। এর প্রভাবে চাঁদপুরে ইতিমধ্যে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। নদীতে তীব্র ঢেউ ঘূর্ণিপাক বাতাস থাকায় চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক বশির আলী খান।

এদিকে সকাল থেকে ঢাকা-চাঁদপুর রুটে লঞ্চ চলাচল করলেও নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ-মতলব রুটের যাত্রাবাহী ছোট নৌ-যান চলাচল বন্ধ ছিল। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানায় নৌবন্দর কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড় দানার কারণে চাঁদপুর নদীবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় দানার প্রভাবে চাঁদপুরে সকালে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও দুপুর একটার পর থেকে ভারী বর্ষণ বাতাসের তীব্রতা বাড়ে। সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি অব্যাহত।

চাঁদপুর নৌ নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক বশির আলী খান জানান, দুপুরে হঠাৎ বৃষ্টি ও বাতাস শুরু হলে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

এদিকে চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব জানান, চাঁদপুর উপকূলীয় এলাকার আওতায় বলে ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে। ঘূর্ণিঝড় দানার কারণে ইতিমধ্যে চাঁদপুরে দমকা হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি শুক্রবার বিকেল পর্যন্ত চলবে।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩’-এর বিজয়ীদের নাম ঘোষণা 
আমরা বারবার সাপ-লুডুর কাটায় পড়ে নিচে নামি: নজরুল ইসলাম খান
রাঙ্গুনিয়ার পলাতক আওয়ামী লীগ নেতা আইয়ুব গ্রেপ্তার
স্বাস্থ্যখাত এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে: ডা. রফিকুল ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা