নিজেদেরকে অন্যায় কাজে সম্পৃক্ত করবেন না: নয়ন

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোন অন্যায় কাজে নিজেদেরকে সম্পৃক্ত করবেন না ।
বুধবার ঠাকুরগাঁও এর হরিপুর উপজেলার জাদুরানী হাটে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণ ও পথসভায় তিনি এসব কথা বলেন। ‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জেলায় জেলায় জাতীয়তাবাদী যুবদলের লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
যুবদলের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতির অপর নাম হচ্ছে ত্যাগ। মানুষের সেবা করা। আমরা মানুষের যত সেবা করবো ততই মানুষ আমাদের ভালোবাসবে। জনগণের জানমালের নিরাপত্তায় আমরা বদ্ধপরিকর।
নয়ন বলেন, হাসিনা পালালেও সংকট কাটেনি। মানুষ বিশ্বাস করে, অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এসময় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন ইউনিটের যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/৩০অক্টোবর/জেবি/এমআর)

মন্তব্য করুন