মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্স: রোগী ও স্বজনদের কাছে আস্থার জায়গা হয়ে উঠছেন ডা. মাতুয়ারা শারমীন

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২৩
অ- অ+

কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি সার্জন ডা. মাতুয়ারা শারমীন তার সততা ও পেশাগত দক্ষতা এবং মানবিক গুণাবলীর জন্য উপজেলাজুড়ে প্রশংসা পাচ্ছেন। নিজের কাজের প্রতি নিবেদিত এই চিকিৎসক তার নিখুঁত অপারেশন দক্ষতা ও সেবার মানের জন্য রোগী এবং তাদের স্বজনদের মধ্যে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। এছাড়া প্রতিটি অপারেশনের সময় তার ধৈর্যশীল মনোভাব ও সতর্কতা এবং ভালোবাসা দিয়ে রোগীদের মানসিক সান্ত্বনা দিতে সর্বদা সচেষ্ট।

ডা. মাতুয়ারা শারমীন শুধু একজন চিকিৎসক নন, বরং রোগীর পরিবারের সদস্যদের মতো করে দেখেন। সিজারিয়ান সেকশন কিংবা যেকোনো জটিল অপারেশন তার হাতে সম্পন্ন হলে রোগীর পরিবার মানসিকভাবে আশ্বস্ত থাকে, যেন তারা একজন আপনজনের কাছেই তাদের প্রিয়জনকে সুরক্ষিত রেখেছেন।”

ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা একজন রোগীর স্বজন বলেন, “ডা. মাতুয়ারা শারমীন শুধু আমাদের রোগীকে সুস্থ করেছেন তা নয়, আমাদের রোগীর মতো অনেক রোগীকে আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে সুস্থ করেছেন তিনি। তার আন্তরিকতায় রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠে।”

স্বাস্থ্যসেবার প্রতি তার এই নিবেদিতপ্রাণ মনোভাব পার্শ্ববর্তী কয়েকটি উপজেলায় আলোচিত। ডা. মাতুয়ারা শারমীনের মতো চিকিৎসকরা স্বাস্থ্যখাতে উদাহরণ সৃষ্টি করছেন বলে দাবি সচেতন মহলের। প্রত্যন্ত এই উপজেলায় স্বাস্থ্যসেবার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানান তারা। মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি রোগী ও তাদের পরিবার যেন তার এই সেবার মঙ্গলছায়ায় আশ্রয় পায়, এটাই সকলের আশা।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষিত হবে: মাহফুজ আলম
যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে ৯টি আইফোনসহ ১২টি চোরাই মোবাইল উদ্ধার
শহীদ দুই পরিবারের সাথে বিএনপি নেতা সাজু
সুলতানগঞ্জ নদীবন্দর নিয়ে কোনো টানাপড়েন হবে না: নৌপরিবহন উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা